Thursday, August 14, 2008

কথা মালা।

অনেক দিন পরে লিখত বসলাম। জানি না কি লিখব।মাঝে মাঝে এমনটা হয়। কোন কিছু ভালো লাগেনা। আজ মাকে খুব মনে পড়ছে।এই উণ্ণত দেশে নিজেকে মানিয়ে নিতে পারছিনা কিছুতেই।নিজেকে খুব সেকেলে মনে হয়।এখানে সবাই অনেক আধুনিক।এদের সাথে আমাকে একটুও মানায় না।এতদিন আমার জগৎ মানেই বাবা,মা,ভাই আর মিশু।হঠাৎ যেন সব এলোমেলো হয়ে গেল।চারপাশে আজ সব অচেনা মুখ।আজ আমি অনেক একা।হয়ত আর কোনদিন যাওয়া হবে না চেনা জগতে।মিলিয়ে যাব অচেনা মানুষের ভীড়ে।

Wednesday, August 6, 2008

বিড়াল মিঁয়াও
কাটা চাঁওও


কাটা না পাইলে
কষ্ট পাও

Sunday, August 3, 2008

ME

Me............

খুঁজে ফেরা

আমি আজ ও তোমায় খুঁজে ফিরি
এই শহরে,কত মানুষে ভিড়ে
এই আমি তোমায় খুঁজি।
যদি......
কখনো
দেখা হয় দুজনার
শুধু একবার বলতে চাই
ভালো আছ তো?
ভালো থেকো
আমার সবটুকু ভালোলাগা নিয়ে............।

Friday, August 1, 2008

যদি কখন ও

যদি কখন ও ক ক্লান্তির অবসাদ জাগে মনে
গভীর নিশিতে জেগে মনের বাতায়ন
খুলে দেখ।
ঐ যে দূরে
অসংখ্য তারার মাঝে তুমি
খুঁজে পাবে আমাকে।

কথা

দূরে চল অনেক দূরে।

Thursday, July 31, 2008

আমাদের কবুতর


আমি ও তোমার মতো রাতের সিন্ধুর দিকে রয়েছি তাকায়ে
ঢেউয়ের হোঁচট লাগে গায়ে
ঘুম ভেংগে যায় বার বার
তোমার আমার।

আমার আমি

আমি নিশু।
থাকি সিডনী।
ভালবাসি বন্ধু বানাতে।
লিখবো হাবিজাবি। ;)