Sunday, August 3, 2008

খুঁজে ফেরা

আমি আজ ও তোমায় খুঁজে ফিরি
এই শহরে,কত মানুষে ভিড়ে
এই আমি তোমায় খুঁজি।
যদি......
কখনো
দেখা হয় দুজনার
শুধু একবার বলতে চাই
ভালো আছ তো?
ভালো থেকো
আমার সবটুকু ভালোলাগা নিয়ে............।

5 comments:

নিঝুম said...

দেখা হোক, যাকে খুজে ফিরছেন ...

Candle in the wind said...

কিন্তু যে আমার নয়, সে কি আর আমার হয়? ধন্যবাদ।।অনেক ধন্যবাদ।

Anonymous said...

"সে " "আমার" হতে হবে না । "সে" কে তো শুধু জিজ্ঞাসা করবেন, "ভালো আছ তো?" ব্যাস :))

মাহমুদ রহমান said...

আপনি যে খুঁজছেন সেটা তো বুঝলাম; কিন্তু পরীদের খোঁজার ধরণটা কেমন সেট জানার খুব সখ।

ochena_pothik said...

khuje paile janayen