Thursday, July 31, 2008

আমি ও তোমার মতো রাতের সিন্ধুর দিকে রয়েছি তাকায়ে
ঢেউয়ের হোঁচট লাগে গায়ে
ঘুম ভেংগে যায় বার বার
তোমার আমার।

2 comments:

Anonymous said...

ঘুম ভেংগে দেখি
রাতের সিন্ধু নয়
তাকিয়ে আছি আমি কোনো
পরীর ব্লগের পাতায়

সে পাতায় কাব্য আছে
আর আছে পরীর মোহনা
সে মোহনার মোহনীয় শক্তিতে
মোহিত হয়ে আছি এখনো

Candle in the wind said...

অনেক ধন্যবাদ। আমি এখানে নতুন,তাই জানি না কেমন হবে?