তরংগ, ভাই ভালো কথা বলেন।;( এই কবুতরকে খাওয়ানোর বুদ্ধি দিয়েন না প্লীজ। খাওয়া ছাড়াই ওরা আমাদের টেরেসকে যেভাবে বাপের দিনের উঠান বানায়ে ফেলছে! খাওয়ার দিলেতো টেরেসের দরজা দিয়ে সোজা বাসায় এসে আড্ডা গারবে। তাও একটা দু'টা হলে হতো, আমি বারোটা পর্যন্ত গুনেছি একবার। তখন আরো কয়েকটা নিশ্চয়ই বাইরে ছিলো। এদেরকে আমরা খাবার দেইনা, কিছুনা, তাও এরা আমাদের টেরেসে যে কী পাইছে খোদা মালুম!
5 comments:
বাক বাকুম! বাক বাকুম! ;)
কেমন অভিমানি হয়ে আছে !!! ওকে একটা নাম দিয়ে দিয়েন :D
কবুতরটা কি রাগ করেছে? ওকে কিছু খেতে দেন নি?
তরংগ, ভাই ভালো কথা বলেন।;( এই কবুতরকে খাওয়ানোর বুদ্ধি দিয়েন না প্লীজ। খাওয়া ছাড়াই ওরা আমাদের টেরেসকে যেভাবে বাপের দিনের উঠান বানায়ে ফেলছে! খাওয়ার দিলেতো টেরেসের দরজা দিয়ে সোজা বাসায় এসে আড্ডা গারবে। তাও একটা দু'টা হলে হতো, আমি বারোটা পর্যন্ত গুনেছি একবার। তখন আরো কয়েকটা নিশ্চয়ই বাইরে ছিলো। এদেরকে আমরা খাবার দেইনা, কিছুনা, তাও এরা আমাদের টেরেসে যে কী পাইছে খোদা মালুম!
হা হা হা....
মজার তো!
Post a Comment