Friday, August 1, 2008

যদি কখন ও

যদি কখন ও ক ক্লান্তির অবসাদ জাগে মনে
গভীর নিশিতে জেগে মনের বাতায়ন
খুলে দেখ।
ঐ যে দূরে
অসংখ্য তারার মাঝে তুমি
খুঁজে পাবে আমাকে।

8 comments:

নিঝুম said...

খুজে পেলাম আপু আপনাকে । অসংখ্য তারার মধ্যে দেখি আপনিও এক তারা :D দারুন লিখছেন :)))

Shahin Siddiquee said...

আরে দারুন তো!
'খুজে পেলাম আপু আপনাকে । অসংখ্য তারার মধ্যে দেখি আপনিও এক তারা ।'
ভাল লিখেন। থামবেন না কিন্তু!

shondhabati said...

তুমি কবিতাও লিখো‍!!! এইটা তো কখনও সন্দেহও করি নাই!!! আমার আজীবন দু:খ, আমি আজ পর্যন্ত একটা কবিতাও লিখতে পারলাম না। ক্লাস টেনে থাকতে ভাইয়ার জন্মদিনে ছোটবোনটার সাহায্য নিয়ে একটা ছড়া কবিতা লিখেছিলাম, আমার কাব্যপ্রতিভা বলতে অতটুকুই!
- (চিনতে না পারলে ফারজানা আপুকে জিজ্ঞাসা করো :) )

Candle in the wind said...

বিবেক ভাই এবং শাহীন ভাই, আপনাদের সবার কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগছে ;) ট্যান, আপনাকে চিনেছি! ;)

আবূসামীহাহ্‌ / Abusamihah said...

তারকা হয়ে গেলেতো তারকার মাঝেই খুঁজে পেতে হবে। এই বোনটি তারকা হয়েই জ্বলতে থাকুক আমাদের আকাশে।

Farjana Mahbuba said...

যা বাবা, নিশু তোমার আবার তারা-প্রীতি কবে থেকে হল?! ;)

ochena_pothik said...

এইখানে আমি একটা কমেন্ট করেছিলাম মনে হচ্ছে। কমেন্ট টা কই গেল??? :( :((

আমার সত্যি কান্না পাচ্ছে। অনেক ভেবে চিন্তে কমেন্ট করেছিলাম। এখন আর ভাবতে পারছিনা :(

যাযাবর said...

অচেনা, কান্না কইরো না ;( নিশু তার ব্লগ নিয়ে টেস্টিং করছে! ;) তার মধ্যে মনে হয় কমেন্ট মুছে গেছে!