Thursday, August 14, 2008

কথা মালা।

অনেক দিন পরে লিখত বসলাম। জানি না কি লিখব।মাঝে মাঝে এমনটা হয়। কোন কিছু ভালো লাগেনা। আজ মাকে খুব মনে পড়ছে।এই উণ্ণত দেশে নিজেকে মানিয়ে নিতে পারছিনা কিছুতেই।নিজেকে খুব সেকেলে মনে হয়।এখানে সবাই অনেক আধুনিক।এদের সাথে আমাকে একটুও মানায় না।এতদিন আমার জগৎ মানেই বাবা,মা,ভাই আর মিশু।হঠাৎ যেন সব এলোমেলো হয়ে গেল।চারপাশে আজ সব অচেনা মুখ।আজ আমি অনেক একা।হয়ত আর কোনদিন যাওয়া হবে না চেনা জগতে।মিলিয়ে যাব অচেনা মানুষের ভীড়ে।

12 comments:

ত্রিভুজ said...

মানুষের মানিয়ে নেয়ার ক্ষমতা অসাধারণ। আপনিও মানিয়ে নিতে পারবেন হয়তো... ভাল থাকুন।

Candle in the wind said...

ধন্যবাদ। হয়ত...আর মানিয়ে নিতে না পারলে হারিয়ে যাব। নিজেই নিজের কাছে অচেনা হয়ে যাব কোন একদিন......।।

Anonymous said...

হ্যাপী বাড্ডে :D

pasha said...

sa

pasha said...

পরী আপু,

মানুষ এর মানিয়ে নেয়ার ক্ষমতা অসাধারণ। এটাই মানুষকে বাচিয়ে রেখেছে।

আমরা প্রতিটা মানুষ ভাল থাকার জন্য কত কিছু করছি? এক সময় যেয়ে মনে হচ্ছে, ইস, এই জীবন আর ভাল লাগে না।




লেখা চালিয়ে যান । দেখবেন, অবশ্যই আর বোরিং লাগবে না।

যাযাবর said...

উম, ত্রিভুজ আর পাশা ভাই ঠিকই বলছে।

ochena_pothik said...

কিছুদিন পর দেখবেন ঠিকই সবার মত আপনিও মানিয়ে নিয়েছেন..।

umm_abdullah said...

ত্রিভুজ, পাশার সাথে একমত। মানুষের মানিয়ে নেয়ার ক্ষমতা অনেক বেশী।

Candle in the wind said...

সবাই কে অনেক ধন্যবাদ।

Anonymous said...

মানুষের মানিয়ে নেয়ার ক্ষমতা অসাধারণ। আপনিও মানিয়ে নিতে পারবেন আশা করা যায়

Anonymous said...

লেখাটার অনেক বয়স হয়ে গেছে । নতুন কিছু লিখেন... :-)

Anonymous said...

লেখা বাদ দিলেন নাকি :-|