Thursday, August 14, 2008
কথা মালা।
অনেক দিন পরে লিখত বসলাম। জানি না কি লিখব।মাঝে মাঝে এমনটা হয়। কোন কিছু ভালো লাগেনা। আজ মাকে খুব মনে পড়ছে।এই উণ্ণত দেশে নিজেকে মানিয়ে নিতে পারছিনা কিছুতেই।নিজেকে খুব সেকেলে মনে হয়।এখানে সবাই অনেক আধুনিক।এদের সাথে আমাকে একটুও মানায় না।এতদিন আমার জগৎ মানেই বাবা,মা,ভাই আর মিশু।হঠাৎ যেন সব এলোমেলো হয়ে গেল।চারপাশে আজ সব অচেনা মুখ।আজ আমি অনেক একা।হয়ত আর কোনদিন যাওয়া হবে না চেনা জগতে।মিলিয়ে যাব অচেনা মানুষের ভীড়ে।
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
মানুষের মানিয়ে নেয়ার ক্ষমতা অসাধারণ। আপনিও মানিয়ে নিতে পারবেন হয়তো... ভাল থাকুন।
ধন্যবাদ। হয়ত...আর মানিয়ে নিতে না পারলে হারিয়ে যাব। নিজেই নিজের কাছে অচেনা হয়ে যাব কোন একদিন......।।
হ্যাপী বাড্ডে :D
sa
পরী আপু,
মানুষ এর মানিয়ে নেয়ার ক্ষমতা অসাধারণ। এটাই মানুষকে বাচিয়ে রেখেছে।
আমরা প্রতিটা মানুষ ভাল থাকার জন্য কত কিছু করছি? এক সময় যেয়ে মনে হচ্ছে, ইস, এই জীবন আর ভাল লাগে না।
লেখা চালিয়ে যান । দেখবেন, অবশ্যই আর বোরিং লাগবে না।
উম, ত্রিভুজ আর পাশা ভাই ঠিকই বলছে।
কিছুদিন পর দেখবেন ঠিকই সবার মত আপনিও মানিয়ে নিয়েছেন..।
ত্রিভুজ, পাশার সাথে একমত। মানুষের মানিয়ে নেয়ার ক্ষমতা অনেক বেশী।
সবাই কে অনেক ধন্যবাদ।
মানুষের মানিয়ে নেয়ার ক্ষমতা অসাধারণ। আপনিও মানিয়ে নিতে পারবেন আশা করা যায়
লেখাটার অনেক বয়স হয়ে গেছে । নতুন কিছু লিখেন... :-)
লেখা বাদ দিলেন নাকি :-|
Post a Comment