Wednesday, August 6, 2008

বিড়াল মিঁয়াও
কাটা চাঁওও


কাটা না পাইলে
কষ্ট পাও

4 comments:

Anonymous said...

কষ্ট পাইলে
কান্না পায়

তোমার কান্না দেখলে আমার
মনটা গলে যায়

তখন আমি
খুজে খুজে
তোমার সামনে কাটা দেই

কাটা পেয়েই
তোমার কষ্ট
দুর হয়ে যায় সহজেই

"বিড়াল মিঁয়াও"
-আবার কী চাও ?
পরে আইসো, এখন বিজি :P

বিড়াল বলে,
"আপু তোমায়
থ্যাংকস দিতে আজ এসেছি" :P

হি হি হি.. কবিটা কন্ঠিনিউঢ
:D:D:D:D:D:D

Candle in the wind said...

হিহিহিহিহি... অনেক অনেক ধন্যবাদ। খুব মজা পাইছি।

নিঝুম said...

নতুন লেখা কই ?

যাযাবর said...

hahahahahahahahahaha!