Thursday, August 14, 2008
কথা মালা।
অনেক দিন পরে লিখত বসলাম। জানি না কি লিখব।মাঝে মাঝে এমনটা হয়। কোন কিছু ভালো লাগেনা। আজ মাকে খুব মনে পড়ছে।এই উণ্ণত দেশে নিজেকে মানিয়ে নিতে পারছিনা কিছুতেই।নিজেকে খুব সেকেলে মনে হয়।এখানে সবাই অনেক আধুনিক।এদের সাথে আমাকে একটুও মানায় না।এতদিন আমার জগৎ মানেই বাবা,মা,ভাই আর মিশু।হঠাৎ যেন সব এলোমেলো হয়ে গেল।চারপাশে আজ সব অচেনা মুখ।আজ আমি অনেক একা।হয়ত আর কোনদিন যাওয়া হবে না চেনা জগতে।মিলিয়ে যাব অচেনা মানুষের ভীড়ে।
Sunday, August 3, 2008
খুঁজে ফেরা
আমি আজ ও তোমায় খুঁজে ফিরি
এই শহরে,কত মানুষে ভিড়ে
এই আমি তোমায় খুঁজি।
যদি......
কখনো
দেখা হয় দুজনার
শুধু একবার বলতে চাই
ভালো আছ তো?
ভালো থেকো
আমার সবটুকু ভালোলাগা নিয়ে............।
এই শহরে,কত মানুষে ভিড়ে
এই আমি তোমায় খুঁজি।
যদি......
কখনো
দেখা হয় দুজনার
শুধু একবার বলতে চাই
ভালো আছ তো?
ভালো থেকো
আমার সবটুকু ভালোলাগা নিয়ে............।
Friday, August 1, 2008
যদি কখন ও
যদি কখন ও ক ক্লান্তির অবসাদ জাগে মনে
গভীর নিশিতে জেগে মনের বাতায়ন
খুলে দেখ।
ঐ যে দূরে
অসংখ্য তারার মাঝে তুমি
খুঁজে পাবে আমাকে।
গভীর নিশিতে জেগে মনের বাতায়ন
খুলে দেখ।
ঐ যে দূরে
অসংখ্য তারার মাঝে তুমি
খুঁজে পাবে আমাকে।
Subscribe to:
Posts (Atom)