Thursday, July 31, 2008

আমাদের কবুতর


আমি ও তোমার মতো রাতের সিন্ধুর দিকে রয়েছি তাকায়ে
ঢেউয়ের হোঁচট লাগে গায়ে
ঘুম ভেংগে যায় বার বার
তোমার আমার।

আমার আমি

আমি নিশু।
থাকি সিডনী।
ভালবাসি বন্ধু বানাতে।
লিখবো হাবিজাবি। ;)